Computer Security?
Computer Security অথবা কম্পিউটার এর নিরাপত্তা হল কম্পিউটার বিজ্ঞান এর একটি শাখা যা কম্পিউটার ও নেটওয়ার্ক এর উপর প্রয়োগ করা হয়। Computer Security মূল উদ্দেশ্য হল কম্পিউটার এর তথ্য চুরি,নষ্ট অথবা বিনা অনুমতিতে Computer এ প্রবেশ থেকে কম্পিউটারকে রক্ষা করা।
Security Threats?
Computer এর নিরাপত্তা দেয়ার জন্য আমাদের প্রথম জানতে হবে কোন Application গুলো Computer এর জন্য ক্ষতিকর এবং কিভাবে Computer এর security নষ্ট হতে পারে। নিচে কয়েকটির বিবরন দেয়া হলঃ
1. Adware
আমরা Computer এ যখন বিভিন্ন প্রকার Application এ কাজ করি তখন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যায় । যেমন : Free Offer, Buy Now ইত্যাদি। Adware সচরাচর কোন খারাপ জিনিস নয়। কিন্তু কিছু কিছু বিজ্ঞাপনের ওপর Click করা মাত্র Malicious Software আপনার অজান্তেই আপনার Computer এ Install হয়। Computer Slow করা সহ সবসময় information pass করতে থাকে। এই program গুলো uninstall করাও অনেক কষ্টকর ব্যাপার । তাই Internet Use করার সময় এই Adware সম্পর্কে সর্তক থাকতে হবে।
1. Backdoor
Backdoor হল এমন একটি program যা আপনার Computer এ Install হয়ে আপনার অনুমতি না নিয়ে অন্য user কে আপনার Computer এ প্রবেশ করার পরিবেশ তৈরি করে দেয়। |
Backdoor অনন্যা প্রয়োজনীয় Software এর মত নিজেকে প্রদর্শন করে এবং নিজেকে Computer startup এ সংযুক্ত করে নেয়। Computer যখন internet এর সাথে connect হয় তখন যে কেউ PC তে প্রবেশ করে File modify, copy বা নষ্ট করে দিতে পারে। তাই আপনার Computer কে Backdoor মুক্ত রাখার জন্য Antivirus Software রাখতে হবে এবং Antivirus Software টি up to date থাকতে হবে আথবা Firewall ব্যবহার করে এই Program এর প্রবেশ বন্ধ রাখতে হবে।
Computer Security কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ?
বাংলাদেশের জন্য Computer Security অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । কারন কম্পিউটার user আগের তুলনায় অনেক বেড়েছে। তারা তাদের প্রয়োজনীয় তথ্য রাখতে কম্পিউটার ব্যবহার করছে। ইতিমধ্যে আমাদের দেশে online banking , online shopping শুরু হয়ে গেছে। তাই এখন থেকে যদি Computer Security সম্পর্কে সতর্ক না থাকি
তাহলে আমাদেরকে অনেক বড় বিপদের মুখোমুখি হতে হবে।
Computer Secure রাখার জন্য কিছু Tips:
Pendrive: আপনার Computer virus মুক্ত রাখার জন্য pendrive use করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারন সাধারন user দের মধ্যে Pen drive এর মাধ্যমে virus ছড়ায়।
তাই আপনার কম্পিউটারএ pendrive use করার আগে অবশ্যই Virus Scanner এর মাধ্যমে Scan করে নিবেন।
User Password: Computer Secure রাখার জন্য ইউজাররের password খুব Important একটা ব্যাপার। Computer এ Strong Password রাখতে হবে। Strong Password বলতে abcd123$# এর সমন্বয়কে বুঝায়। আপণার Computer Password কারো সাথে Share করবেন না। Computer Password নিয়মিত ভাবে Change করবেন।
Internet থেকে কোন কিছু Download: Internet থেকে কোন কিছু Download করার ক্ষেত্রে পরিচিত site বেছে নিতে হবে।
Computer ব্যবহার করার ক্ষেত্রে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হলঃ
ü Antivirus এ Automatic Update Off রাখা।
ü Internet এ না জেনে কোন Site এ প্রবেশ না করা।
সবাইকে ধন্যবাদ
মোঃ আমিনুল ইসলাম
louboutin shoes
ReplyDeletenike basketball shoes
kd shoes
hogan outlet online
fila
coach outlet sale
yeezy 700
nike cortez men
reebok shoes
balenciaga shoes
supreme new york
ReplyDeleteair max 95
nike basketball shoes
air yeezy
kyrie shoes
bape hoodie
100% real jordans for cheap
yeezy supply
nike shoes
coach factory outlet
o7m46n4i03 e6q63s2k16 i1w12q5g24 n7c96m4h38 c0b33n5c73 t5m49r0r63
ReplyDelete